ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন : হুইপ

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২১ মার্চ ২০১৫

চলমান সরকারবিরোধী আন্দোলন ছেড়ে সিটি করপোরেশন নির্বাচনে আসার জন্য বিএনপি নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। শনিবার রাজধানীতে একটি দৈনিক আয়োজিত ‘আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ফিরোজ বলেন, অবরোধ-হরতাল চলবে আবার নির্বাচনও চলবে, এভাবে দুই স্ট্যান্ডার্ড তো চলতে পারে না। যদি আপনি নির্বাচনে আসেন, তাহলে অবশ্যই আপনাকে অবরোধ ও হরতাল পরিহার করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে নির্বাচনে আসুন।

বিএনপি-জামায়াত জোটের চলমান আন্দোলনের কঠোর সমালোচনা করেন তিনি বলেন, আন্দোলনের কথা বলা হচ্ছে। এটা কিসের আন্দোলন? এটা তো গণতন্ত্রের জন্য আন্দোলন হচ্ছে না, এটা হচ্ছে কেবল বাঁচার জন্য।

বিএনপি বাঁচতে চায়, তার ছেলে সন্তান নিয়ে। জামায়াত বাঁচতে চায় মুক্তিযুদ্ধের বিরোধিতার অপরাধ থেকে। গোলটেবিলে অন্যদের মধ্যে নাইমুল ইসলাম খান, সৈয়দ ইশতিয়াক রেজা, খুশি কবির, নাসরিন আউয়াল মিন্টু, ডা. নূজহাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/পিআর