ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকারের ইশারায় পেট্রলবোমা মারা হচ্ছে : খন্দকার মাহবুব

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২০ মার্চ ২০১৫

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মারা হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গুম, খুন অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সালাহ উদ্দিনকে অপহরণের প্রদিবাদে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞ এ আইনজীবী আরো বলেন, এ সরকারের আমলেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে পাওয়া যায়নি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না। তাকে খুঁজে বের না করলে তার দায়ে প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুন।

এএইচ/পিআর