শুধু বাবাকে নয় মাকেও বন্দি রাখা হয় : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান সরকার শুধু বাবা বঙ্গবন্ধুকেই গ্রেফতার করেনি, ’৭১ সালে মাকেও গৃহবন্দি করে রাখে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
প্রধামন্ত্রী বলেন, মা ফজিলাতুন্নেসাকে ধানমন্ডির একটি বাড়িতে বন্দি রাখা হয়। মুক্তিযুদ্ধের সময় দেখেছি পরিবারের কষ্ট। পরিবারের সবাই ছিলাম পাকিস্তান জান্তার বিশেষ নজরে। তবে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলেই আমরা মানসিকভাবে মুক্তি পাই।
প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দেশর ফেরার পর দেখেছি, মানুষের ভালোবাসা। এই সোহরাওয়ার্দী মাঠে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুকে দেখে অশ্রুসিক্ত হয়েছিল। বাঙালির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসাও ছিল অকৃত্রিম।
এফএইচএস/এএসএস/এইউএ/এএসএস/এএইচ/জেআইএম