আ.লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে কঠোর নিরাপত্তা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ দুপুরে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নীতি-নির্ধারণী’ বক্তব্য দেবেন বলে জানা গেছে। এ সমাবেশকে ঘিরে উদ্যানের সব প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা।
প্রতিটি প্রবেশ পথে বসানো হচ্ছে একাধিক আর্চওয়ে মেশিন। উদ্যানের ভেতরে বাইরে র্যা ব, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন।
বাংলা একাডেমির বিপরীত দিকে গেটে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরেজমিন পরিদর্শনকালে এ দৃশ্য দেখা গেছে পরিচছন্ন কর্মীরা শেষ মুহূর্তের ময়লা-আবর্জনা সরাতে ব্যস্ত।
কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, আজকের সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। এ সুযোগে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড না চালাতে পারে সেজন্য প্রবেশপথে ব্যাপক তল্লাশি চালিয়ে তবেই ভেতরে ঢুকতে দেয়া হবে।
এমইউ/জেডএ/এমএস