খালেদাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে : হানিফ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বুধবার কৃষক হত্যা দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে কৃষক সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে যে নৈরাজ্য চলছে তা প্রতিহত করতে হবে। ক্ষমতায় থেকেও এমনকি ক্ষমতার বাইরে গিয়েও বিএনপি দেশজুড়ে হত্যাজগ্য চালাচ্ছে। পেট্রল বোমা ছুড়ে মানুষ মারছে। এই দলকে মানুষ কখনই সমথর্ন করেনি করবে না।
এর আগের বুধবার বিকেল ৩টায় এ কৃষক সমাবেশ শুরু হয়। স্থানীয় হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক লীগের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখবেন- কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্ব সমাবেশে উপস্থিত আছেন- বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৮ মার্চ তৎকালীন বিএনপি সরকারের সময় কৃষকরা সার-তেলের জন্য মিছিল নিয়ে মেলান্দহ উপজেলা ঘেরাও করতে আসে। এদের মধ্যে আদ্রা গ্রাামের কৃষক কবির গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এএ/আরএস/পিআর