হাইব্রিড নেতারা ১৫ আগস্টকে আত্মপ্রচারের উপলক্ষ করেছে
কোনো কোনো আওয়ামী লীগ নেতা ১৫ আগস্টকে আত্মপ্রচারের উপলক্ষ করেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এদের হাইব্রিড নেতা বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। সচিবালয়ে বহুমুখী সমবায় সমিতির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ায়দুল কাদের বলেন, সচিবালয়ের সামনে ছবির ছড়াছড়ি। যেন সচিবালয় নয়, কোনো পার্টি অফিস। বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধুর ছোট ছবি, যাদের সৌজন্যে তাদের ছবি বড়। এটা বঙ্গবন্ধুকে সম্মান করা নয়। বঙ্গবন্ধুকে সম্মানের নামে ১৫ আগস্টকে অনেকে আত্মপ্রচারের উপলক্ষ করেছে।
‘বঙ্গবন্ধুর চেয়েও আপনার ছবি বড় কেন? আপনাদের আত্মপ্রচারে অহমিকা আছে, অন্তরে ভালবাসা নেই, আপনি ভণ্ড প্রেমিক। আপনি বঙ্গবন্ধুর সৈনিক নন, আপনি আত্মপ্রেমিক সৈনিক’ বলেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।
তিনি বলেন, এসব নেতাদের অপকর্ম মানুষ জানে। বঙ্গবন্ধুর সঙ্গে নেতাদের উজ্জ্বল ছবি, চাঁদাবাজ নেতাদের ছবি দেখে বেদনার অংকুশে বিদ্ধ হই। তিনি বলেন, এরা হচ্ছে হাইব্রিড নেতা। দেশ সিকি নেতা, উঠতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। ফসলের বাম্পার ফলন না হলেও দেশে প্রতি বছরই এখন নেতার বাম্পার ফলন।
এ নেতাদের উদ্দেশ্যে যোগাযোগমন্ত্রী বলেন, কাগজের ছবি ছিড়ে যাবে, ব্যানারের ছবি মলিন হয়ে যাবে, পাথরের ছবি ক্ষয়ে যাবে, হৃদয়ের ছবি রয়ে যাবে। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে ছবি এঁকেছেন। মানুষের হৃদয়ে ছবি আঁকুন।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী হওয়ার পর একবারও বিদেশ যাইনি, একটা শুক্রবারও ইনজয় করিনি। প্রধানমন্ত্রী বলেন, একটু রেস্ট নাও, তা না হলে তো অসুস্থ হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে বলেছি, সামনে রোজার ঈদ, পরে অবসর নেব। যতক্ষণ ক্ষমতা আছে নিষ্ঠার সঙ্গে দেশের কাজ করে যাব।
মঞ্চে বসে থাকা চার সচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রণালয়কে মাছের বাজার বানাবেন না। আমি সচিবালয়ে এসে ‘প্রেসিডিয়াম’ লিফটের নিচে রেখে দেই। আমি দলের নই, দেশের মন্ত্রী।
‘শুনি কোনো কোনো মন্ত্রীর পিএস (একান্ত সচিব), এপিএস (সহকারী একান্ত সচিব) দুর্নীতি করে। তবে মন্ত্রী সৎ হন কিভাবে। আমার আশপাশের লোকজন সৎ না হলে আমি সৎ হই কিভাবে। আমি মনে করি মন্ত্রী-সচিব সৎ হলে মন্ত্রণালয়ের ৭০ ভাগ কর্মী সৎ হয়ে যাবে।