ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সালাহউদ্দিন নিখোঁজ : রুলের পরবর্তী শুনানি ৮ এপ্রিল

প্রকাশিত: ১১:২৭ এএম, ১৬ মার্চ ২০১৫

নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে হাজির করার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রুলের পরবর্তী শুনানির দিন আগামী ৮ এপ্রিল। সোমবার শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

সোমবার হাইকোর্টের রুলের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পাঁচটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনের উপর শুনানি করেন। এর আগে গতকাল রোববার প্রতিবেদনগুলো উপস্থাপন করে তিনি জানিয়েছিলেন, সালাহউদ্দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর হেফাজতে নেই এবং কোনো বাহিনী তার খোঁজ পায়নি।

অপরপক্ষে আবেদনকারী বাদীপক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ চারটি পয়েন্টে শুনানি করতে চাইলেও সময় শেষ হওয়ায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করে দেন।

গত ১২ মার্চ বৃহস্পতিবার ১৫ মার্চ রোববারের মধ্যে কেন খুঁজে বের করে হাজির করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন এ বেঞ্চ। ২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দিনকে হাজিরের নির্দেশনা চেয়ে তার স্ত্রী হাসিনা আহমেদের করা ফৌজদারি আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

প্রসঙ্গত, আত্মগোপনে থেকে বিএনপির পক্ষে কর্মসূচি ঘোষণা করে আসছিলেন সালাহউদ্দিন। গত ১১ মার্চ থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ- ১০ মার্চ রাতে তাকে ধরে নিয়ে গেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুলিশ, র‌্যাব বা গোয়েন্দা বাহিনীর কেউই সালাহউদ্দিন আহমেদকে আটকের দায় স্বীকার করেননি।

# স্বামীর দুশ্চিন্তায় বিপর্যস্ত হাসিনার জীবন

আরএস/পিআর