ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদাকে স্বাগত জানাতে আজ মাঠে নেই নেতাকর্মীরা

প্রকাশিত: ০৬:০০ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সাধারণত দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও বৃহস্পতিবার ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে।

পুরান ঢাকার বখশিবাজারে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে দুটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রওয়ানা করেন খালেদা জিয়া। বেলা ১১টা ২৬ মিনিটে আদালতে পৌঁছান তিনি।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের হাজিরাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের আজ সরব উপস্থিতি নেই। আদালতের প্রায় ৪ কিলোমিটার দূরে মৎস্যভবনের সামনে অর্ধশত নেতাকর্মীদের দেখা মিললেও পুলিশের বাঁশির শব্দ শুনেই ওই এলাকা ত্যাগ করেছেন তারা।

মৎস্যভবন হয়ে দোয়েল চত্বরে আসার পর দেখা মিলে ছাত্রদলের আরেক কেন্দ্রীয় নেতার। এই প্রতিবেদককে দেখে তিনি উচ্চৈঃস্বরে ডাকেন। পরে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালেই চাঁনখারপুল মোড়ে এসে অবস্থান নিয়েছি কিন্তু কাউকেউ দেখছি না। তাই নিরাপদ জোনে চলে যাচ্ছি।

এদিকে এই প্রথম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাঁনখারপুল ও ঢাকা মেডিকেল মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি ছাড়াই আদালতে প্রবেশ করলেন। সাধারণত মেডিকেল মোড় পর্যন্ত দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত থাকেন।

প্রসঙ্গত, গত শনিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়ার মাত্র ৪দিন পরই এমন পরিস্থিতি তথা নেতাকর্মীদের উপস্থিতি ছাড়াই আদালতে হাজিরা দিতে গেলেন বিএনপি চেয়ারপারসন।

এমএম/জেডএ/জেআইএম