সালাহ উদ্দিন নিখোঁজ অশনিসংকেত : কাদের সিদ্দিকী
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়া সরকারের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনের ফুটপাথে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে আসা লোকজনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কাদের সিদ্দিকী বলেন, কিছুদিন আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নিয়েও সরকার এমন ধূম্রজাল সৃষ্টি করেছিল। সরকারের উচিত অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে জনসমক্ষে হাজির করা।
এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগের মতো কয়েকজন রাজনৈতিক নেতার ভাগ্যে যে নির্মম পরিণতি হয়েছে সালাহ উদ্দিন আহমেদের ক্ষেত্রে তেমনটি ঘটবে না।
উল্লেখ্য, দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের সিদ্দিকী।
এএইচ/পিআর