ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জয়কে অপহরণের অপচেষ্টায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৪ মার্চ ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বিএনপি-জামাতের অপরাজনীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বলেন, ক্ষমতায় যেতে জঙ্গি ও সন্ত্রাসীরা আজ নির্বিচারে আগুন দিয়ে নিরীহ মানুষদের পুড়িয়ে হত্যা করছে। তারা আজ দিশেহারা হয়ে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণেরও অপচেষ্টা করছে।

বক্তারা এসময় বিএনপিকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দেশ ও জনগণের জান-মাল রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশীষ কুমার মজুমদার, রাহুল দাস, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক নাসির উদ্দিন প্রমুখ।

আরএস/আরআই