ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আওয়ামী লীগ মাথা নত করবে না : নাসিম

প্রকাশিত: ০২:০০ পিএম, ১৪ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোন অনৈতিক দাবির কাছে আওয়ামী লীগ মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শনিবার পটুয়াখালী মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য সেবা পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ সালের আগে কোন নির্বাচন নয় এবং খুনিদের সঙ্গে কোন সংলাপ হবে না। যদি দরকার হয় ১৯ সালের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হতে পারে।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান বিশ্বকাপ ক্রিকেটের মতো ২০১৯ সালে বাংলাদেশে নির্বাচনী খেলা অনুষ্ঠিত হবে। সেই সময়ে মাঠে দেখা যাবে কারা বিজয়ী হন। আর সেই নির্বাচনে খালেদা জিয়াকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ৫ জানুয়ারি যদি নির্বাচন না হতো তা হলে দেশে মার্শাল-ল জারি হতো। বাংলাদেশের অবস্থা থাইল্যান্ডের মত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সংবিধান রক্ষায় এই নির্বাচন সম্পন্ন করেছেন।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তির দোসর বিএনপি-জামায়াত আজ দেশে গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন হত্যার রাজনীতি শুরু করেছে। তারা হরতাল-অবরোধ ডেকে নিরীহ জনগণকে বোমা মেরে হত্যা করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্য দিয়ে সাধারণ মানুষের সেবা দিতে সরকার বদ্ধ পরিকর। সীমিত সম্পদ হবার কারণে এই বিপুল জনগণের স্বাস্থ্যসেবা সরকারের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী পটুয়াখালী মেডিকেল কলেজের লাইব্রেরির উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দের ঘোষনা দেন। এছাড়া পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে জেলা স্বাস্থ্য কমিটির সভায় যোগদান করে আইসিইউ স্থাপন ও দুইটি এ্যাম্বুলেন্সসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য নির্দেশ দেন।

পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ এম.এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- চীফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এমপি, মিসেস লুৎফুন নেছা এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

আরএস/পিআর