ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গ্রেফতারি পরোয়ানা যেতে কতদিন লাগে : হাজী সেলিম

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখন পর্যন্ত তা থানায় পৌছায় নি। তাই এ বিষয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

বৃহস্পতিবার হাজী মোহাম্মদ সেলিম সংসদে সম্পূরক প্রশ্নে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় যেতে কতদিন লাগে? ২০০১ সালে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দ্রুত গতিতে থানায় চলে যেত। এখন এত সময় লাগে কেন?

জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, এই প্রশ্নটি আমাকে না করে আইন মন্ত্রণালয়কে করলে ভালো হতো। খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। আদালতের পরোয়ানা থানায় গেলে তাকে গ্রেফতার করা হবে।

এএইচ/আরআই