ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১২ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন। বৃহস্পতিবার খালেদা জিয়ার বিশেষ সহকারী মারুফ কামাল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টায় তার গুলশানের ‍রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করবেন খালেদা জিয়া।

উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে টানা অবস্থান করে আসছেন বেগম খালেদা জিয়া। এমনকি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু ও তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও তিনি ওই কার্যালয় থেকে বের হননি।

কার্যালয়ে অবস্থানরত অবস্থায় দলের বিভিন্ন নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ বা কথা বললেও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি বেগম জিয়া।

আরএস