ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না

প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কোথাও খুঁজে পাচ্ছে না পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিএনপি সূত্র।

সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানান, আমরা আশঙ্কা করছি, তাকে আটক করে কোথাও রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানিয়েছেন, গতরাত ১০টা থেকে সালাহ উদ্দিন সাহেবের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাকে আটক করা হয়েছে কি না এ বিষয়টিও নিশ্চিত হতে পারছেন না।

চেয়ারপারসনের মিডিয়া উইং এর আরেক কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সালাহ উদ্দিনকে পাওয়া যাচ্ছে না এরকম সংবাদ তিনি শুনেছেন। তিনি এই প্রতিবেদককে সালাহ উদ্দিনের খবর পাওয়া গেলে তাকে জানানোর অনুরোধ করেন।


এদিকে প্রতিদিন নিকুঞ্জ থেকে গণমাধ্যমে সালাহ উদ্দিন আহমেদের মেইল পাওয়া গেলেও বুধবার কোনো মেইল পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, সালাহ উদ্দিন আহমেদকে আটকের কোনো খবর আমাদের কাছে নেই।

অপরদিকে র‌্যাবের মিডিয়া এবং লিগ্যাল উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও আটকের বিষয়টি জাগোনিউজের কাছে অস্বীকার করেন।

এমএম/জেইউ/বিএ/আরআই