ছাত্রদলের বিজয় মিছিল : আটক ৩
বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বিজয় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সামছুল আলম রানা, মফিজুর রহমান আশিক, মেহবুব মাসুম শান্ত, হাসানুল বান্না ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটাবনে গিয়ে মিছিলটি শেষ হওয়ার পর পুলিশ ওই তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুল বান্না, মুক্তিযোদ্ধা জিয়া হলের মোহসিন ভূইয়া, ঢাকা কলেজের সাফায়েত হোসেন। শাহবাগ থানা পুলিশ জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনপি ঘোষিত বিজয় মিছিলের অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই মিছিলের আয়োজন করে। মিছিল থেকে ছাত্রদল কর্মীরা বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।
এমএম/বিএ/পিআর