নাশকতায় সড়ক পরিবহনে ৭০ কোটি টাকার ক্ষতি : ওবায়দুল কাদের
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচির ফলে গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সড়ক পরিবহন খাতে আনুমানিক ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সোমবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি পরিবহন খাতে উল্লেখিত সময় পর্যন্ত ৩২৫টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫শ’টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। দেশে চলমান নাশকতায় সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি’র ক্ষতির পরিমান ১৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯শ’ টাকা। এর মধ্যে অগ্নিসংযোগে ক্ষতি ৭৭ লাখ ৩৬ হাজার ৩শ’ টাকা, ভাঙচুরজনিত কারণে ক্ষতি ৪ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা এবং রাজস্ব খাতে ক্ষতি ১৫ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ১শ’ টাকা।
তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিক এবং নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান করছে।
আরএস/পিআর