ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এ মাসেই খালেদার অপকর্মের ফয়সালা : নাসিম

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ মার্চ ২০১৫

বিএনপির উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জ্বালাও পোড়াও করে কোন লাভ হবে না। আর এগুলো করতে গিয়ে খালেদা জিয়া নিজেই একা হয়ে গেছেন। তার দলের নেতাকর্মীরাও এখন তার সাথে নেই। এ মাসেই তার (খালেদা জিয়া) এ সকল অপকর্মের ফয়সালা হয়ে যাবে।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে ‘খালেদার রোষানোলে পুড়ছে মানুষ পুড়ছে দেশ, রুখে দাড়াও বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ১৪ দল আয়োজিত নাশকতা বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাসিম বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছেন। খালেদা জিয়ার বর্তমান আন্দোলন আসলে নির্বাচনের জন্য নয়। তিনি চান যুদ্ধাপরাখী ও দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে।

দেশের মানুষ বেগম জিয়ার আন্দোলনে সারা দেয়নি দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, মানুষ এই আন্দোলনের বাধা অতিক্রম করে ঘর থেকে নিজেদের প্রয়োজনেই বের হয়েছেন। মানুষ আর পেট্রল বোমাকে ভয় পায় না। হরতালের মধ্যে ঢাকাসহ দেশের মহাসড়কগুলোতে যানযট লেগেই রয়েছে। দেশের দোকান পাট-স্কুল কলেজসহ সকল অফিস আদালত গুলো খোলাই থাকে। স্বাভাভিক কার্যক্রম চলছে নির্বিঘ্নে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল’ জারি হত। বাংলাদেশের অবস্থা থাইল্যান্ডের মত হত। যে কারনে ৫ জানুয়ারির শেখ হাসিনাকে নির্বাচন করতে হয়েছে। সে সময় খালেদা জিয়াকে সংলাপের জন্য ডাকা হয়েছিল। মন্ত্রীত্ব দিতে চাওয়া হয়েছিল কিন্তু তিনি শেখ হাসিনার ডাকে সাড়া না দিয়ে আন্দোলনের নামে নাশকতার পথ বেছে নিয়েছিলেন।

বিএনপি-জাময়াতের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ১৪ দলও দেশে আন্দোলন করেছে। অবরোধ হরতালসহ নানা কর্মসুচী পালন করেছে। কিন্তু সে সকল আন্দোলনে সাধারণ মানুষের উপর আক্রমন করা হয় নাই। কিন্তু বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করছে।

জেলা আওয়ামী লীগে সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, কমিউনিষ্ট কেন্দ্রের আহবায়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, গনতান্ত্রিক পার্টির সাধারন সম্পাদক ডাঃ শাহাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য প্রমুখ।

আরএস/পিআর