ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সোমবার থেকে ১৪ দলের পদযাত্রা শুরু

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৭ মার্চ ২০১৫

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে আগামী ৯ মার্চ সোমবার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবে কেন্দ্রীয় ১৪ দল। এ কর্মসূচি চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৪টি টিম করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক এমপি, বীর বাহাদুর এমপি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ টিমগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ, ১০ মার্চ বগুড়া এবং ১১ মার্চ গাইবান্ধায় পদযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি উপস্থিত থাকবেন।

একই সাথে আগামী ৯ মার্চ গাজীপুর, ১০ মার্চ মানিকগঞ্জ, ১১ মার্চ মুন্সিগঞ্জে পদযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি প্রমূখ উপস্থিত থাকবেন।

অন্যদিকে আগামী ৯ মার্চ চট্টগ্রাম, ১০ মার্চ নোয়াখালী, ১১ মার্চ ফেনীতে পদযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রমূখ উপস্থিত থাকবেন।

এছাড়া কুষ্টিয়া, ১০ মার্চ ঝিনাইদহ, ১১ মার্চ যশোরে পদযাত্রায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রমূখ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

এ পদযাত্রা ও জনসভা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, স্থানীয় ১৪ দলসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরএস/পিআর