নতুন মোড়কে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে সরকার : ফখরুল
সরকার জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে নতুন মোড়কে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সম্প্রচার নীতিমালা দেওয়ার একটিই উদ্দেশ্য। সেটি হচ্ছে, একদলীয় বাকশালকে প্রতিষ্ঠিত করা। আইন করে বা বাকশাল করে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতে হচ্ছে না এবার আওয়ামী লীগের। এবার তারা নতুন মোড়কে আরও অপকৌশলে সেই কাজটি করে যাচ্ছে।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা হল মৌলিক অধিকার। সংবাদপত্র হল মানুষের কণ্ঠ। আসলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। মিষ্টি কথা বলে ক্ষমতায় এসে তারা তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। সেটি অত্যন্ত দানবীয় চেহারা।
ফখরুল বলেন, এ নীতিমালা হাসানুল হক ইনুর হাত দিয়ে এসেছে। তিনি একদিন আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন। একজন তাই বলেছেন, তারা (জাসদ) এখন কাফফারা দিচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের যতো ক্ষতি করেছে তা কেউ করেনি। তারা প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।
পেশাজীবীদের প্রতি প্রতিরোধ গড়ার আহবান জানিয়ে তিনি বলেন, তা না হলে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হবে।
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সংগঠনের নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএফইউজে’র একাংশের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা