ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৫ মার্চ ২০১৫

যতই হরতাল-অবরোধ দেয়া হোক, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের এক যৌথসভায় স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।

সংবিধান থেকে এক চুলও নড়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে যথা সময়েই অনুষ্ঠিত হবে। তাই সংলাপের আশাবাদ দিয়ে তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন।

বেগম জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ৯১ ও ৯৫ সালে আমরা সংলাপ দেখেছি, কিছুই হয়নি। তাই সংলাপ নয়, নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণ যে রায় দেবে বাংলাদেশ আওয়ামী লীগ তা মেনে নেবে।

জনগণ এখন আর হরতাল মানে না উল্লেখ করে তিনি বেগম জিয়াকে আরো বলেন, আপনার তো এখন কিছুই নাই। জনগণও আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবই হাড়াতে বসেছেন। তাই এখনও সময় আছে নির্বাচনমুখী হন।

বেগম খালেদা জিয়াকে সন্ত্রাস বন্ধের আহ্বান জানানোয় বিদেশী বন্ধুদের ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, তাদের এ আহ্বানে এটাই প্রমাণিত হয়েছে, বেগম জিয়ার নির্দেশেই পেট্রল বোমা হামলার মাধ্যমে মানুষ হত্যাসহ সকল সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হচ্ছে।

৭ মার্চের জনসভা সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের তিনি বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বক্তৃতা করেন। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি প্রমুখ।

আরএস/আরআই