ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়া যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত : বিএনপি

প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ মার্চ ২০১৫

গ্রেফতারি পরোয়ানা গণআন্দোলনকে স্তব্ধ করতে পারবে না বরং অবৈধ সরকারের দেউলিয়াত্বই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে, গণমানুষের মুক্তির লক্ষ্যে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। বুধবার বিকেলে গণমাধ্যমে তিনি এ বিবৃতি তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জাতীয় আকাঙ্খা পূরণের লক্ষ্যেই চলমান গণআন্দোলন যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূলের অংশগ্রহণে জনগণের স্বত:স্ফুর্ত আন্দোলনকে গ্রেফতারি পরোয়ানা জারি করে স্তব্ধ করার উদ্ভট পরিকল্পনা শাসকশ্রেণীর চিন্তার দৈন্যতা ছাড়া আর কিছুই নয়।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, সময় আছে, ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের উন্মাদনা ও ব্যর্থ প্রচেষ্টা থেকে সরে এসে গণদাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করুন এবং দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা করুন।

এমএম/এএইচ/পিআর