ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার প্রতিরোধ কমিটি হবে জোরদার কমিটি : হাছান মাহমুদ

প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৩ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ঘোষিত সন্ত্রাস প্রতিরোধ কমিটি প্রকৃতপক্ষে ‘সন্ত্রাস জোরদার কমিটি’ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে এ মানববন্দনে থেকে ঘোষিত এই কমিটিকে প্রতিহত করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

ড.হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নামে প্রকৃতপক্ষে ‘সন্ত্রাস জোরদার কমিটি’ গঠনের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশেনা দিয়ে তিনি তার দলের জঙ্গি-সন্ত্রাসীদেরকে আরো বেশি উৎসাহিত করছে যাতে নিরীহ জনগণের উপরে পেট্রোল বোমার আক্রমণে আরো মানুষ নিহত হয়।

তিনি বেগম জিয়ার নৈরাজ্যের বিরুদ্ধে সন্ত্রাসীদের নিয়ে গঠিত কমিটি প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, আপনারা প্রতিটি পাড়ায়-মহল্লায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করুন।

বিএনপি নেত্রীর উদ্দেশ্যে ড.হাছান মাহমুদ বলেন, আগামীকাল (৪ মার্চ) বেগম জিয়ার আদালতে হাজিরা দেয়ার তারিখ আছে। আপনি আদালতে উপস্থিত হন, আদালত আপনাকে জামিন দিলেও দিতে পারে। কিন্তু আপনি যদি আবারো আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আইনের তোয়াক্কা না করে অতীতের ন্যায় এবারো অনুপস্থিত থাকেন তাহলে আদালতের আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৩০ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশের আইন অনুযায়ী প্রতিটি হত্যাকাণ্ডের হুকুমের আসামি খালেদা জিয়া। যারা রাজনীতি বোঝে না, যারা নিতান্ত পেটের দায়ে রাজপথে নেমেছে বিএনপি নেত্রী তাদের পুড়িয়ে মারছেন।

আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরো বলেন, নৈরাজ্যের রাজনীতি করে অতীতে কেউ টিকে থাকতে পারে না। তারা হাওয়ায় মিলিয়ে গেছে। বেগম জিয়া ও তার দল সহিংসতার পথ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে না এলে তারাও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে।

আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,সংসদ সদস্য হাজি সেলিম,বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক প্রমুখ।

আরএস/পিআর