খালেদার গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য বৃহস্পতিবারের তালিকায় আছে।
মাহবুব উদ্দিন খোকন আরও জানান, সম্পূরক আবেদন প্রার্থনায় মামলার কার্যক্রম স্থগিত মর্মে রুল চাওয়া হবে। বিচারাধীন থাকা অবস্থায় গ্রেফতারি পরোয়না স্থগিত চাওয়া হবে।
এর আগে ওই দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি বুধবার ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। মঙ্গলাবার খালেদা জিয়ার পক্ষে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন করা হলে বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অপর দুই আসমি হলেন সাবেক সাংসদ কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদ।
আরএস/পিআর