ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আত্মসমর্পণ করতে পারেন খালেদা

প্রকাশিত: ১০:৩২ এএম, ০৩ মার্চ ২০১৫

শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও কার্যালয়ে ফিরে আসার নিশ্চয়তা পেলে খালেদা জিয়া আত্মসমর্পণ করবেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক। তবে পর্যাপ্ত নিরাপত্তা ও জামিন পাওয়া সাপেক্ষে কার্যালয়ে ফেরার নিশ্চয়তা দিতে হবে।

এর আগে খালেদা জিয়া তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহাম্মদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন।

২৫ ফেব্রুয়ারি বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। উল্লেখ্য, এ দুই মামলায় আগামীকাল শুনানির দিন ধার্য্যে রয়েছে।
 
বিএ/পিআর