ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মঙ্গলবার বড়পুকুরিয়া দুর্নীতি মামলার শুনানির তারিখ নির্ধারণ

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০২ মার্চ ২০১৫

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রুল শুনানির জন্য মঙ্গলবার তারিখ নির্ধারণ করবেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

২০০৮ সালে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন বেগম খালেদা জিয়া। সেই আবেদনের শুনানি শেষে কেন এই মামলা বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সেই রুল নিষ্পত্তি চেয়ে গতকাল রোববার দুদক হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

এআরএস/আরআইপি