শিবিরের সাবেক সভাপতিসহ ১৯ জামায়াত নেতা রিমান্ডে
ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর আদালত। রোববার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাত আটটার দিকে লালমাটিয়া জাকির হোসেন রোড এলাকা থেকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন- জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান (৫৭), ৪৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাহবুবুর রহমান (৩২)। কর্মী মনির হোসেন (৩৫), ইউসুফ (৪৩), ইব্রাহীম মনির (৫৪), মাজহারুল ইসলাম হীরা (২৫), আবদুল হালিম (২৭), নূর আমীন (২৬), মনির হোসেন (৩৫), মুশফিক (২৮)। সমর্থক আব্বাস মিয়া (৩০), কামরুল হাসান (৩২), ছগীর (২৮), লোকমান হোসেন (৪২), সৈয়দ আহম্মদ আলী (৩৭), ইব্রাহিম (৩০), আল-আমিন (৩২) এবং মাহে আলম (২৮)।
মোহাম্মদপুর থানায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা