ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলার কার্যক্রমে আইনি বাধা নেই

প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ মার্চ ২০১৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রমে কোনরূপ আইনী বাধা নেই বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

এটর্নি জেনারেল বলেন, নিন্ম আদালতে চলমান কোন মামলা বিষয়ে উচ্চ আদালতে কোনো আবেদন করলেই তার কার্যক্রম স্থগিত হয়ে যাবে এটা সঠিক নয়। নিন্ম আদালতে মামলার কার্যক্রমের ওপর উচ্চ আদালত কোনো স্থগিতাদেশ না দেয়া পর্যন্ত মামলার কার্যক্রমে কোনো আইনি বাধা থাকে না।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) শহীদ শফিউর রহমান মিলনায়তনে রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলা বিষয়ে কথা বলেন। তিনি বলেন, উচ্চ আদালতে কোনো মামলার শুনানি মুলতবি থাকা অবস্থায় গ্রেফতারি পরোয়ানা জারি করার নৈতিক অধিকার বিচারিক আদালতের নেই।

পরে এ বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইনগতভাবেই দেয়া হয়েছে। ফৌজদারি মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ ছাড়া বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই।

তিনি বলেন, খালেদা জিয়া নিম্নআদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন, হাজির হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিষয়ে রিভিউ করতে পারেন। আর নিম্ন আদালত জামিন না-মঞ্জুর করলে উচ্চ আদালতে আসতে পারবেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক পরিবর্তনের জন্য খালেদা জিয়ার আনা আবেদন শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে রোববার উপস্থাপন করা হয়েছে। বিচারক আবু আহমেদ জমাদারকে পরিবর্তনের জন্য আবেদনটি করা হয়। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আজ শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়। তবে আবেদন শুনানির জন্য দিন ধার্য করা হয়নি।

আরএস/পিআর