ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গ্রেফতার এড়াতে সাক্ষাতে যায়নি কামারুজ্জামানের ছেলেরা

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০১ মার্চ ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রীসহ আট সদস্য শনিবার কারাগারে দেখা করেছেন। কারাগারে সাক্ষাতের জন্য যাওয়া আট সদস্যের মধ্যে ছিল না তার কোন ছেলে। এর কারণ হিসেবে জানা গেছে গ্রেফতার এড়াতেই তারা শনিবার কারগারে যাননি।

খোঁজ নিয়ে জানা গেছে, কামারুজ্জামানের মোট পাঁচ ছেলে ও এক মেয়ে। পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে হাসান ইকবালসহ হাসান ইমাম ও আহমেদ হাসান দেশে রয়েছেন। অন্য দুই ছেলে হাসান ইকরাম এবং হাসান জামান দেশের বাইরে রয়েছেন।

হাসান ইকবাল জানান, এরই মধ্যে আমার দুই আত্মীয়কে মিরপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আশঙ্কা ছিল সাক্ষাতে গেলে কারাগারের গেট থেকে আমাদেরও গ্রেফতার করা হতে পারে। এ কারণেই আমরা শনিবার কারাগারে বাবার সঙ্গে দেখা করতে যায়নি। তবে শেষ মুহূর্তে হলেও আমরা কারাগারে বাবার সঙ্গে দেখা করব।

এদিকে কারাকর্মকর্তারা জানান, কী কারণে কামারুজ্জামানের ছেলেরা দেখা করেননি তা আমাদের জানা নেই। তবে দেখা করার আবেদনের তালিকায় তাদের নাম ছিল না। আর পুলিশের একজন দায়িত্বশীল কর্তকর্তা জানান, কামারুজ্জামানের ছেলেদের বিরুদ্ধে কোন মামলা না থাকলে গ্রেফতারের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি ট্রাইবুন্যাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন। আর এর আগের দিন তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

এএইচ/আরআইপি