ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাবেক শিবির সভাপতিসহ ১৯ নেতা-কর্মী আটক

প্রকাশিত: ০৪:১৫ এএম, ১০ আগস্ট ২০১৪

শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে রাজধানী মোহাম্মদপুরের লালমাটিয়া জাকির হোসেন রোড এলাকা থেকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

আটককৃতরা অন্যরা হলেন- মোহাম্মদপুর জামায়াতের আমীর জিয়াউল হাসান ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহবুব হোসেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৬/ডি নম্বর এর প্রস্তর বিল্ডার্স লি. নামক একটি হাউজিং কোম্পানির অফিসের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের লিফলেট, ব্যানার ও ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা হয়।

পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র এসপি শেখ রাজিবুল হাসান জানান, ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে কোনো কমসূর্চি দেওয়ার জন্য তারা একত্রিত হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ড. শফিকুল রাবির বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি। এছাড়া তিনি জামায়াতের বর্তমান কর্মপরিষদের সদস্য।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হওয়া হবে বলেও জানান তিনি।