ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আবারো ৭২ ঘণ্টার হরতাল

প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অবরোধ কর্মসূচির মধ্যে আগামী রোববার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারো ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট। পাশাপাশি রোববার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিলের ডাক দিয়েছেন দলটি।

শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ প্রেরিত এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ১লা মার্চ রোজ রোববার সকাল ৬টা থেকে ৪ঠা মার্চ রোজ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হবে। পাশাপাশি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া আগামী ১লা মার্চ ২০১৫ রোববার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে চলমান অবরোধ এবং আগামী রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল ও রোববারের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি উদ্বাত্ত আহ্বান জানান।

এমএম/আরএস