সন্ত্রাসীদের গুলিতে আগারগাঁওয়ে আ’লীগ নেতা খুন
ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তেজগাঁও অঞ্চলের ডিসি বিপ্লব কুমার জানান, জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর ৪১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও শেরেবাংলা নগর বিএনপি কাঁচাবাজার সমবায় সমিতির সভাপতি।
এছাড়াও শেরেবাংলা থানার এসআই দুরুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি আরো বলেন, ‘জাহাঙ্গীর আলম শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আগারগাঁও-এর নিজ বাসায় ফিরছিলেন। ওই সময় ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা