বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে বোমা মেরে মানুষ মারছে, সন্ত্রাস করছে। তাই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এভাবে নাশকতা চলতে থাকলে, একদিন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইকন পাবলিকেশন্স থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, ভাস্কর্য ও চিত্রকলায় নিয়ে সম্পাদিত `চেতনায় একাত্তর` শিরোনামের বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোটের হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি সড়ক পরিহনমন্ত্রী হয়েও যানজটে আটকে ছিলাম। তাহলে এ ধরনের হাস্যকর হরতাল দেওয়ার মানে কি? এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিএনপি জনগণের চোখের ভাষা বুঝে রাজনীতি করবে। নইলে তারা জনবিচ্ছিন্নই থাকবে।
আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, এসএমএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বইয়ের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
মন্ত্রী বলেন, দেশ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি তার মিত্ররা প্রকাশ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করছে। বঙ্গবন্ধুকে তারা শত্রু মনে করে। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলার মতো উদ্যোগ তারা ক্ষমতায় থাকতে গ্রহণ করেছিল।
এএইচ/আরআই