ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই’

প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক  ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সরকারকে প্রায় নিউট্রাল হলেই চলে। এরপর নির্বাচন কমিশন গঠনের প্রশ্ন। সংবিধান বলে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি চলবেন। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। গণতান্ত্রিক পাশের দেশ থেকে আমাদের শিখতে হবে’।

শুক্রবার সন্ধায় রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

তিনি বলেন, ‘মন্ত্রীরা যখন ক্ষমতা থেকে চলে যায় তখন জনগণ আপনি কি করতে পেরেছেন সেগুলো বিবেচনায় না নিয়ে যেগুলো করতে পারেন নাই সেগুলো বিবেচনায় নিবে। এটাই বিচারের মাপকাঠি। ভালো কাজগুলো মানুষ ভুলে যায়’।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ আমি বলবো প্রধানমন্ত্রী  আপনি যেগুলো করতে পারেন নাই সেগুলো করুন, হিসাব করেন সেই হিসাব নিকাশ জরুরি। দেশের মানুষকে যেগুলো দিতে পারেন নাই সেগুলো বড় বড় লোক হিসেব করবে। আজকে দেশে বিশৃঙ্খলা হয়েছে, কত মানুষ গ্রেফতার করেছেন, বিনাবিচারে জেলে নিয়ে বছরের পর বছর রাখছেন এগুলো লোকজন হিসাব করবে। কত মানুষ গায়েব হয়ে গেছে হিসাব নাই। যে নারীর স্বামী চলে গেছে সন্তান চলে গেছে আর ফিরে আসে নাই তারা কিন্তু ভুলবে না। তাদের কথা উঠতি বয়সি ছেলে যাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন ছিল সে স্বপ্নের মানুষগুলোর কথা কিন্তু মানুষ ভুলবে না। এগুলোর হিসাব নিকাশ হবে’।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্ল্যাহ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো প্রমুখ।

এমএম/ওআর/এমএস