ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘সংকটকালে ভাসানীর মতো নেতা প্রয়োজন’

প্রকাশিত: ০৪:১২ পিএম, ২২ নভেম্বর ২০১৬

সংকটকালে মওলানা ভাসানীর মতো নেতা প্রয়োজন- মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বক্তারা একথা বলেন।  

বাংলাদেশের প্রগতিশীল আইনজীবী সমিতির উদ্যোগে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার ভবনের শামসুল হক চৌধুরী হল-এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ।  

তিনি বলেন, মওলানা ভাসানীকে বারবার স্মরণ করতে হবে। আজকে যদি মওলানা ভাসানী বেঁচে থাকতেন তবে ‘খামস’ বলে  আন্দোলনের ডাক দিতেন।

তিনি আরো বলেন, কালো টাকার মালিকদের হাতে দেশের রাজনীতি তুলে দেওয়া উচিত নয়।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, যে কয়েকজন নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন মওলানা ভাসানী তাদের অন্যতম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ১৯৭০ সালে মওলানা ভাসানী বলেছিলেন ভোটের বাক্সে লাথি মার, পূর্ব বাংলা স্বাধীন কর।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস. এম. এ. সবুর, অ্যাডভোকেট এ টি এম মিজানুর রহমান, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট হাজী সাইফুদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট জুবায়দা পারভীন, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই সরকার ও মহাসচিব হাসরত খান ভাসানী (মওলানা ভাসানীর নাতি) প্রমূখ।

এফএইচ/এএইচ/আরআইপি

আরও পড়ুন