মান্নার অবস্থান স্পষ্ট করুন : রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অবিলম্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার অবস্থান স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
রব বলেন, ডাকসুর দুইবারের ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মঙ্গলবার রাত ৩টায় ডিবি পরিচয়ে একদল লোক গ্রেফতার করে নিয়ে গিয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। অথচ সারাদিন সরকারের সংশ্লিষ্ট কোনো সংস্থাই মান্নাকে গ্রেফতারের কথা স্বীকার করেনি। এর ফলে তার পরিবার ও সমগ্র জাতি উদ্বিগ্ন। আমরা মান্নার অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবি জানাচ্ছি।
এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা