বিকেলে ভারতে যাচ্ছেন এরশাদ
ভারতের উদ্দেশে শনিবার বিকেলে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারতীয় এয়ারলাইন্সের একটি বিমানে এদিন বিকেল ৫টা ২০ মিনিটে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
এরশাদের ব্যক্তিগত সহকারি ও সফরসঙ্গী মেজর (অব.) খালেদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সাতদিনের ভারত সফর শেষে এদিন সন্ধ্যায় ঢাকা ফিরছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। কাদের সিদ্দিকী ভারত সফরকালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে দলটির সূত্রে জানা গেছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা