ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আইনের আশ্রয় নেয়া হবে : নাগরিক ঐক্য

প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিতভাবেই আটক করেছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ। এজন্য তারা উদ্বেগ প্রকাশের সাথে সাথে অতি শিগগিরই আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় নাগরিক ঐক্যের পক্ষে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবু।

সংবাদ সম্মেলনে ইফতেখার বলেন,‘মান্নাকে আটক ও পরে অস্বীকার করার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তিনি রাষ্ট্রদ্রোহী কিছু করে থাকলে সুনির্দিষ্ট অভিযোগ আনা হোক। কিন্তু এভাবে আটক ও পরে অস্বীকারের ঘটনায় আমরা চিন্তিত ও উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন,‘ টেলিফোনে কী কথপোকথন হয়েছে তা আমরা সবাই জানি। মান্না নিজেও তা অস্বীকার করেননি। এই বক্তব্য প্রকাশের মাধ্যমে উনার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা হয়েছে। যার যার উদ্দেশ্যকে সামনে রেখে উনার (মান্না) বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা খুব খুশি হতাম যদি সরকার মান্নাকে আটক না করে তার বক্তব্য খণ্ডনের সুযোগ করে দিতেন। কিন্তু সরকার তা না করে আরও ধুম্রজাল সৃষ্টি করেছে।’

ইফতেখার আহমেদ বাবু সরকারের কাছে অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার অবস্থান জানতে চেয়ে বলেন,‘ উনি একজন বিশিষ্ট নাগরিক। তাকে কেন অন্ধকারে রাখা হচ্ছে। তার পরিবারসহ আমরা সবাই উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন,‘ আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। এ লক্ষেই আমরা কাজ করছি। এ অবস্থায় মান্নাকে গ্রেফতার এবং অস্বীকার করার মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা ভেবে দেখার বিষয়।’

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য সরকারের কাছে অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার মুক্তি ও তাকে আটকের কারণ জানতে চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান চৌধুরী দিপু, আতিকুর রহমান আতিক, আবু বকর সিদ্দিক, গাজী শফিকুল ইসলাম প্রমুখ।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে বনানীর একটি বাসা থেকে ডিবি পুলিশ আটক করে বলে অভিযোগ করেন তার স্ত্রী মেহের নিগার। তবে মান্নাকে আটকের অভিযোগ অস্বীকার করেছেন ডিবি পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

বিএ/আরআই