ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঢাবিতে ছাত্রদলের পৃথক পৃথক মিছিল

প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক পৃথক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে এবং দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তারা দুটি মিছিল বের করে।

সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মাইনুল ইসলাম, আবুল বাশার সিদ্দিকী ও লিংকন। মিছিলে আরো উপস্থিত ছিলেন বিশ্বজিৎ, মহিউদ্দিন, শাহিন, রিয়াদ, রিপন, মারুফ, জহির, মেহেদি, এজাজ, মুস্তাফিজ, সজিব, মামুন, ফয়সাল, আরিফ, সাদিক, অলি, রাসেল, আসলামুল হক রুদ্র প্রমূখ।

দুপুরে সাড়ে ১২টায় আরেকটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী গিয়ে শেষ হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলটি পলাশী পৌঁছালে পুলিশের ধাওয়ায় পন্ড হয়ে যায়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান, ছাত্রনেতা রাজিবুল ইসলাম, ইমরান হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

এআরএস/আরআই