বর্তমান সংকট রাজনৈতিক নয়, কৃত্রিম : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াতের বর্তমান নাশকতা ও নৈরাজ্য কোন রাজনৈতিক সংকট নয়। বর্তমান সংকট মানুষ্য সৃষ্ট কৃত্রিম দুর্যোগ। নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের জন্য এ সংকট তৈরি হয়নি। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনিত করার জন্য এ সংকট পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে ‘খালেদার রোষানলে পুড়ছে মানুষ-পুড়ছে দেশ’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতের নীতি ধারণ করে মহান শহীদ দিবসে শহীদ মিনারে না গিয়ে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল পালন করেছেন। মহান শহীদ দিবসে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে যায় তখন জামায়াত তাদের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে।
বিএনপি-জামায়াতের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন রাজনৈতিক দলের সংলাপ হতে পারে না উল্লেখ করে কামরুল বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না এবং শান্তির পথে চলেনা তাদের সাথে কোন সংলাপ বা সমঝোতা হতে পারে না।
দেশের কতিপয় সুশীল সমাজের সদস্যদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, জঙ্গীবাদী নাশকতাকারীদের বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে দমন করা হয় আমাদের দেশেও সেভাবে তাদের দমন করা হবে।
দেশের মুক্তিযুদ্ধের সময় কিছু বুদ্ধিজীবী পাক হানাদার বাহিনীর বর্বরতাকে সমর্থন দিয়েছিল উল্লেখ করে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সব সময় সব দেশে কিছু জ্ঞানপাপী থাকে। আমাদের দেশ ও তার ব্যতিক্রম নয়। তবে তারা সংখ্যায় খুবই নগন্য।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও শিক্ষক নেতা সাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক, এম এ করিম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হেদায়েতুল ইসলাম স্বপন প্রমূখ।
আরএস/পিআর