ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি ও খালেদার পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা

প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার সকালে বিএনপির একটি প্রতিনিধিদল এ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিনিধি দলে চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক মাজেদুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর নেতা আবু সাঈদ খোকন উপস্থিত ছিলেন।|

এছাড়া সময় ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এনাম আহমেদ চৌধুরী বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা আগে থেকেই সংলাপের আহবান জানিয়েছি, আশা করি, গণতান্ত্রিক ধারার স্বার্থে সংলাপের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা হবে।`

দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএ/আরআইপি