ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার খাবার নিয়ে গুলশানে নাটকীয়তা

প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

গত ১১ ফেব্রুয়ারি থেকে গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। তবে টানা ৮দিন পর বুধবার রাতে গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়া হয়নি বলে গুলশানের একটি সূত্র জানিয়েছে।

ঐ সূত্র জানায়, রাত সাড়ে ৭টায় খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাইদ ও তার গৃহকর্মী আব্দুর রহিম কার্যালয়ের ভেতরে খাবার নিয়ে প্রবেশ করেছেন। এর আগেও প্রতিদিন গুলশান কার্যালয়ে খাবার যাচ্ছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন কার্যালয়ের সামনে দায়িত্বরত ডিবি কর্মকর্তা সুমন।

তিনি জানিয়েছেন, গুলশান কার্যালয়ে প্রতিদিনই খালেদা জিয়ার জন্য খাবার প্রবেশ করছে। তার কাছে খাবার প্রবেশের ভিডিও রয়েছে। বিএনপির পক্ষ থেকে খাবার প্রবেশে বাধা দেয়া হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা।

তবে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার খাবার প্রবেশ করেনি বলে দাবি করলেও এই প্রতিবেদকের প্রশ্নের মুখে পরবর্তীতে তিনি বিয়ষটি নিয়ে জানেন না বলে মন্তব্য করেছেন।

সূত্র আরো জানায়, বুধবার রাতে খালেদা জিয়ার কার্যালয়ে যখন খাবার নিয়ে প্রবেশ করা হয়েছিল সেসময় ফটকের ভেতরের দিকে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। এসময় পুলিশ খাবার প্রবেশে কোন বাধা দেয়নি।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে খালেদা জিয়ার খাবার প্রবেশে বাধা দেয় পুলিশ। তার পর থেকেই প্রতিনিয়ত গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তবে এতদিন মানুষ না খেয়ে থাকতে পারে কিনা এমন প্রশ্ন উত্থাপনের পর বিষয়টি নিয়ে অালোচনা কমিয়ে দিয়েছেন গুলশান কার্যালয়ের কর্মকর্তারা।

এমএম/এআরএস/আরআইপি