ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি জামায়াতের চক্রান্তে নাসিরনগরে হামলা : হানিফ

প্রকাশিত: ১২:২২ পিএম, ০৫ নভেম্বর ২০১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বিএনপি জামায়াতের গভীর চক্রান্তের ফসল। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিগত আট বছরে সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু করার জন্য একাত্তরের প্রেত্মাতা বিএনপি মাঠে নেমেছে। বিএনপি সেখানে টিম পাঠিয়ে কর্মসূচি দিয়েছে।
আজকে বিএনপি নেতা হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন দাবি করে তিনি বিএনপি শাসনামলে সারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, এই সেই হাফিজ উদ্দিন যার এলাকা ভোলায় বিএনপি ক্ষমতায় থাকাকালে ২৮ দিন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হয়েছিল।  
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য বি এম রিয়াজুল কবীর কাওসার, গোলাম রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, রেমন্ড আরেং প্রমুখ।

এইউএ/ওআর/আরআইপি