ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার কার্যালয়ে বিএনএফ গুলশানে মুজিব লীগের অবস্থান

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অবরোধ-হরতাল কর্মসুচি প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) স্থানীয় এমপি ও তার অনুসারীরা। অপরদিকে গুলশান ২ অবস্থান নিয়েছে  মুজিব লীগ।

সরেজমিনে দেখা গেছে,  বিএনএফ প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদের নেতৃত্বে রোববার বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীরা কার্যালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন। আবুল কালাম আযাদের সঙ্গে গুলমান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও সরকার দলীয় নেতাকর্মীসহ প্রায় ৫০জন গুলশান কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তবে তাদের এই অবস্থান কর্মসূচি কখন শেষ হবে এ ব্যাপারে কিছুই বলেননি আবুল কালাম আযাদ (এমপি)।

অপরদিকে,  মুজিব লীগ দুপুর ১২টায় গুলশান-২ চত্বরে অবস্থান নিয়েছেন বলে সুত্র জানিয়েছে। চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে তারা খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এমএম/এএইচ/আরআই