সাধারণ মানুষকে টার্গেট করবেন না : শ্রম প্রতিমন্ত্রী
হরতাল ও অবরোধে নাশকতাকারী সৃষ্টিকারীদের উদ্দেশে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, নিরপরাধ সাধারণ মানুষকে টার্গেট করবেন না। শত্রুতা থাকলে মন্ত্রী-এমপিদের ওপর হামলা করুন। যারা সরকারে আছে তাদের মারেন, যারা সংসদ পরিচালনা করেন তাদের মারেন।
রোববার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি নাশকতাকারীদের উদ্দেশে বলেন, পেট্রলবোমা ছুঁড়ে সাধারণ মানুষকে না মেরে রাজনীতিবিদদের ওপর হামলা করুন। নিরীহ মানুষের কোনো অপরাধ নেই। তারা কেন নাশকতার শিকার হবে।
প্রতিমন্ত্রী বলেন, গত ৪০ দিনের হরতাল-অবরোধে রাজনীতির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছেন তারাই জানে এর যন্ত্রণা কী। এটা শুধু খালেদা জিয়া অনুধাবন করতে পারছেন না।
তিনি আরও বলেন, অগ্নিদগ্ধ পরিবারের সদস্যদের থাকা-খাওয়া, লেখাপড়াসহ অন্যান্য সহযোগিতার জন্য এককালীন মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য আইন পরিবর্তন করা হবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এ আইন করা হবে। যাতে করে দগ্ধদের বড় অঙ্কের টাকা অনুদান দেওয়া যায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন।
বিএ/এমএস