ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত চলমান হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধটি অনুষ্ঠিত হয়। এতে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়। এসব ব্যানারে লেথা ছিল আমরা এসএসসি পরীক্ষা দিতে চাই, আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট করবেন না। এছাড়া অনেকগুলো পোড়া বই নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।

বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, `হরতাল-অবরোধের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আমি খালেদা জিয়ার কাছে আকুল আবেদন জানাই শিক্ষাকে হরতাল- অবরোধের আওতামুক্ত রাখেন। এসএসসি পরীক্ষার দিন যেন হরতাল-অবরোধ প্রত্যাহার করা হয়।`

মানবন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর অভিভাবক জাফরউল ইসলাম পান্না বলেন, ১৫ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিরোধী দল যেন পরীক্ষার দিন হরতাল-অবরোধ প্রত্যাহার করে। দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে বই পুড়িয়ে দিচ্ছে আর যেন কেউ বইতে আগুন না দেয় সে দাবি করছি।

এমএম/বিএ/এমএস