ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আন্তর্জাতিক সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি

প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি-জামায়াত দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এর পেছনে আন্তর্জাতিক সহযোগিতা রয়েছে। আমি নাম উল্লেখ না করে বলতে চাই, যারা বাংলাদেশকে কখনোই স্বীকার করেনি বাংলাদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে তারাই আজকে ষড়যন্ত্র করছে। তারা বিএনপি জামায়াতের মাধ্যমে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্থ শিক্ষাব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জার্নি নামে একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।

সন্ত্রাসীদের সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জামায়াত মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যেগুলো রাষ্ট্রদোহীতার সামিল। তাই সন্ত্রাসীদের সাথে কোনো আলোচনা হতে পারেনা। যদি তারা মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে তাহলে আন্তর্জাতিকভাবে তাদের সাথে আলোচনা হতে পারে।

এইচ টি ইমাম বলেন, বিএনপি জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আব্দুল মুহিত বলেন, হরতাল ও অসহযোগ কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এর কোনো এজেন্ডা নেই। তাদের শুধু একটা এজেন্ডা যে প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করে নির্বাচন দিন। ২০১৪ সালে বেগম খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন তারই প্রায়শ্চিত্ব বিএনপিকে দিতে হচ্ছে।

বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মো: শহীদ খানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাবির সাবেক উপাচার্য ড. এস এম ফায়েজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।

এমএএস/আরআই