বিক্ষোভ সফল করতে আব্বাস-সোহেলের আহবান
বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের শনিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল। শুক্রবার বিকেলে মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ আহবান জানান।
বিবৃতিতে তারা বলেন, শনিবার ঢাকা মহানগরের প্রতি ওয়ার্ডে যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ নগরবাসীকে আহবান জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, সরকার শুরু থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের মৌলিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পালন করতে দিচ্ছে না। জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে ৪০ দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে। পিপার স্প্রে নিক্ষেপ, কার্যালয়ের বিদ্যুৎ লাইনসহ সব সেবা সংযোগ বিচ্ছিন্ন করে রাখার পর সর্বশেষ খাবার ও পানি সরবরাহও বন্ধ করে দিয়েছে।
তারা বলেন, আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ভাড়াটে লোক দিয়ে মানববন্ধন ও সমাবেশের নামে তাকে গালিগালাজ করা এবং কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে মারার মতো একের পর এক চরম উস্কানিমূলক কাজ করে যাচ্ছে সরকার। এতকিছুর পরও ২০ দলের নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো