ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার কার্যালয়ে ঢুকতে পারেনি নাসরিন সিদ্দিকী

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢুকতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটের দিকে খালেদার কার্যালয়ে দেখা করতে গেলে পুলিশ তাকে বাধা দেয়।

পরে এক সংবাদ সম্মেলনে নাসরিন সিদ্দিকী বলেন, চলমান অবরোধ ও হরতালের বিষয়ে কথা বলতে আমি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে গিয়েছেলাম। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি।

এর আগেও গত মঙ্গলবার নাসরিন সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবনে গেলেও দেখা করতে পারেননি।

এমএম/বিএ/পিআর