ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নরসিংদীতে ট্রাকে পেট্রলবোমা : চালকসহ দগ্ধ তিন

প্রকাশিত: ০৬:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ভাটপাড়া এলাকায় মালবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল কারখানা থেকে প্রাণ কোম্পানির পণ্যবাহী একটি ট্রাক নরসিংদীর পাঁচদোনায় যাওয়ার পথে ভাটপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে। এতে চালক জাহিদ, হেলপার সেলিম ও নিরাপত্তাকর্মী জুয়েল মিয়া (৩০) মারাত্মক দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, দগ্ধদের মধ্যে ট্রাক চালকের সহকারী সেলিম মিয়ার অবস্থা গুরুতর। তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হবে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ট্রাকটির অধিকাংশই পুড়ে যায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

আরআই