ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পানির জন্য ভারতকে রাজি করান : বিমান বসু

প্রকাশিত: ০৮:০২ এএম, ২২ অক্টোবর ২০১৬

ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) পলিট ব্যুরো সদস্য বিমান বসু বলেছেন, জমির বিরোধ অনেকটাই নিষ্পত্তি হয়েছে। এখন পানির সমস্যা। নদীর পানি পেতে বিশ্ব দরবারে ভারত সরকারকে রাজি করান। সমস্যা সমাধানের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে হবে।

শনিবার বাংলাদেশ অাওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রতিনিধি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর বক্তব্য দেয়ার পরপরই বিমান বসু বক্তব্য দিতে মঞ্চে ওঠেন।

শেখ হাসিনা সরকারের প্রশংসা করে ভারতীয় প্রভাবশালী রাজনীতিক নেতা বিমান বসু বলেন, শেখ হাসিনার সরকারকে কুর্নিশ করি। তার (শেখ হাসিনা) দৃঢ়চিত্ত মনোবলের কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে ভিন্নভাবে পরিচিতি পাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে। আজ তারই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক মধুর করতে নিজেদের মধ্যকার সমস্যা নিরসন করতে হবে।

এর আগে শনিবার সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।

এএসএস/এমএম/আরএস/এবিএস

আরও পড়ুন